চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৬৭
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে আন্দরকিল্লা থেকে তিন, কাজীর দেউড়ি ও মোমিন রোড থেকে সাতজনকে আটক করা হয়।
চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, অভিযান চালিয়ে সাতকানিয়া থানায় চার, লোহাগাড়ায় ৩২, সীতাকুণ্ডে সাত, ভুজপুরে চার, পটিয়ায় আট এবং আনোয়ারা, জোরারগঞ্জ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও ফটিকছড়ি থেকে একজন করে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ ৩২ জনকে আটক করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, থানার কাঞ্চনাবাদ এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চারকর্মীকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমএআর/ডিসেম্বর ৩১, ২০১৩)