দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক সচিব মো. সামসুল আলমের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই মামলাটি দায়ের করা হবে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক সূত্র জানায়, সামসুল আলম ১৯৯৮ সালের ১২ আগস্ট থেকে ২০১১ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে পৌরসভার রাজস্ব খাত থেকে উত্তোলিত দুই লাক টাকা সংশ্লিষ্ট খাতে ব্যয় বা সমন্বয় না করে আত্মসাত করেন। বিভিন্ন খাত থেকে চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলন করেন তিনি।

অনুসন্ধানে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতির প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভুইয়া এ অভিযোগ অনুসন্ধান করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/লতিফ/ডিসেম্বর ৩১, ২০১৩)