রাজশাহী সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর ভুবনমোহন পার্কে ১৮ দলের ব্যানারে মহানগর মহিলা দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছে। এদিকে সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর ভুবনমোহন পার্কে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য মহানগর মহিলা দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যাপিকা সালমা শাহাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে সমাবেশ শুরু হয়।

মহানগর মহিলা দলের আহ্বায়ক নাজমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শহিদুন্নাহার কাজী হেনা, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রওশন আরা পপি, আঞ্জুমান আরা বেগম, রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড ৩-এর কাউন্সিলর মুসলিমা খাতুন বেলি।

সমাবেশে বক্তারা সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর আওয়ামী লীগ ক্যাডারদের সশস্ত্র হামলা ও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান। পরে নগরীর বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া পিপিএম দ্য রিপোর্টকে জানান, মহিলা দলের নেতাকর্মীরা শন্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করায় তাদের বাধা দেওয়া হয়নি।

এদিকে ১৮ দলের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। এ ছাড়াও নাশকতা রোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ৩১, ২০১৩)