সিলেট অফিস : হযরত শাহপরাণ (র.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস মোবারক ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওরসের প্রথম দিন সকাল ৯টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও সারারাত জিকির-আজকার এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে গিলাপ চড়ানো, বাদ জোহর গরু জবাই, রাতে জিকির-আজকার ও মিলাদ মাহফিল, রাত ৪টায় ফাতেহা পাঠ এবং শেষদিন ৮ জানুয়ারি বাদ ফজর নেওয়াজ বিতরণ, বাদ আছর শরবত বিতরণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। বার্ষিক পবিত্র ওরস সফল করার আহবান জানিয়েছেন মাজারের মোতোয়াল্লি সৈয়দ মামুনুর রশিদ খাদিম।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/ডিসেম্বর ৩১, ২০১৩)