মুন্সীগঞ্জ সংবাদদাতা : জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকায় এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধ্বস্তাধস্তি হয়। পরে মিছিলটি আদালত প্রাঙ্গণে ফিরে যায়। সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করে।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/ডিসেম্বর ৩১, ২০১৩)