দ্য রিপোর্ট ডেস্ক : উভয় সংকটের মুখোমুখি অভিনেতা সজল। একদিকে প্রেমিকা আরেকদিকে বন্ধু। কার পক্ষ নেবে সে? এমনই দ্বিধাদ্বন্দের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘স্বপ্নকন্যা’ টেলিছবিটি। শারমিন চৌধুরী ইফসিতার রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন সজল।

টেলিছবির কাহিনীতে দেখা যাবে, সজল ও আলিফ দুই বন্ধু। আলিফের সঙ্গে মমর বিয়ে ঠিক হয়েছে। সড়ক দুর্ঘটনায় মম অসুস্থ হয়ে পড়ার পর নতুন এক পরিস্থিতির মুখোমুখি হয় আলিফ। হাসপাতালে তার বন্ধু সজলকে দেখে ব্যাকুল হয়ে ওঠে মম। সে বলে, সজলই তার ভালোবাসার মানুষ। কিছুই বুঝতে পারে না আলিফ। অসুস্থতার কারণে এমনটা হচ্ছে ভেবে মমকে বাসায় নিয়ে যায়। এদিকে মমকে দেখার পর থেকে বেদনায় মুষঢ়ে পড়ে সজল। সত্যিকার অর্থেই মম তার স্বপ্নকন্যা। কিন্তু সে কথা মমকে জানানোর আগেই আলিফের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যায়। একদিকে বন্ধু অন্যদিকে ভালোবাসার স্বপ্নকন্যা- উভয় সংকটের মুখোমুখি সজল কী করবে?

‘স্বপ্নকন্যা’ টেলিছবিতে অভিনয় করেছেন সজল, মম, আলিফ, শেলী আহসান প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এই টেলিছবিটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ৩১, ২০১৩)