সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলনকারী শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

লাউড়গড় বিজিবি ক্যাম্প সংলগ্ন নদী থেকে মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

আটকেরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আলেক মিয়া (৪২) ও আব্দুর রশিদের ছেলে বিষু মিয়া (৩৮)।

তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

চাঁদা আদায়ের বিষয়ে তিনি বলেন, আমার জানামতে পাটলাই নদীতে যারা টাকা তুলছে তাদের দুপক্ষের কাগজ আছে। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর নৌকা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, চাঁদাবাজদের কথামতো চাঁদা না দিলে নৌকা আটক রাখাসহ মাঝিদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা বার বার প্রশাসনের দ্বারস্থ হলেও সহযোগিতা পাই না।

উল্লেখ্য, ৩০ অক্টোবর বুধবার সকালে পাটলাই নদীতে দেড় শতাধিক ইঞ্জিনের নৌকা দুদিন আটকে রাখে চাঁদাবাজরা। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনের কঠোর নির্দেশ পাওয়ার পর নৌকার মাঝিরা মুক্ত হয়। চাঁদাবাজদের শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার ওসিকে আদেশ দেন।

(দ্য রিপোর্ট/আরএ/এফএস/ডিসেম্বর ৩১, ২০১৩)