দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের টেস্ট ও ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাস্ট বোলার ঈশ্বর পান্ডে। আর টেস্ট স্কোয়াডে জায়গা না পেলেও ওয়ানডেতে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ও বরুন অ্যারন।

বিনি, অ্যারন ও ঈশ্বর দলে অন্তর্ভুক্ত হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। এ ছাড়া দল থেকে বাদ গেছেন স্পিনার প্রজ্ঞান ওঝা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৯ জানুয়ারি। ২ টেস্টের প্রথমটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি।

ওয়ানডে দল : ধোনি (অধিনায়ক), শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্ক্য রাহানে, আম্বাতি রাউডু, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, অমিত মিশ্র,ঈশ্বর পান্ডে, স্টুয়ার্ট ও বরুন অ্যারন।

টেস্ট দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্ক্য রাহানে, রবিন্দ্র জাদেজা, জহির খান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, আম্বাতি রাইডু, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহ ও ঈশ্বর পান্ডে।

(দ্য রিপোর্ট/সিজি/রা/ডিসেম্বর ৩১, ২০১৩)