টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের দেড় ফুট লম্বা একটি রকেট সেল উদ্ধার করা হয়েছে। নিকরাইল ইউনিয়ন পরিষদের কৃষক আজাহার আলী এটি উদ্ধার করেন। পরে তা থানায় স্থানান্তর করা হয়।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল জানান, শনিবার উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) ২৭ নম্বর পুকুর লিজ নেয় সবুর সরকার। তার অধীনে মঙ্গলবার দুপুরে পুকুরে মাটি কাটতে যান গ্রামের কৃষক আজহার আলী। এক পর্যায়ে রকেট সেলটি উদ্ধার করা হয়। আজহার আলী রকেট সেলটি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে সেলটি উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিঞা জানান, ঘটনাস্থলে আর কোনো রকেট সেল বা বিস্ফোরক আছে কিনা আমরা পরীক্ষা করছি। উদ্ধার হওয়া রকেট সেলটি যুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/সা/ডিসেম্বর ৩১, ২০১৩)