বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মোশারেফ হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া গ্রামে মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশারেফ হোসেন বর্শিবাওয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মোড়েলগঞ্জের পোলেরহাট পুলিশ ফাঁড়ির আইসি রবিউল ইসলাম জানান, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরে মোশারেফ হোসেনকে প্রতিপক্ষ তার চাচাতো ভাই পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া আসামিকে আটকের জন্য আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এনডিএস/ডিসেম্বর ৩১,২০১৩)