দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মৌচাক মার্কেটের সামনে মঙ্গলবার পুলিশের ওপর ককটেল হামলা করছে জামায়াত-শিবির কর্মীরা। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৌচাক মাকের্টের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। এ সময় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ এসে হামলাকারীদের ওপর গুলিবর্ষণ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় অন্তত ৪-৫টি ককটেল পুলিশের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিকট শব্দে মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও মার্কেটের ক্রেতারা দিগ্বিদিক ছোটাছুটি করে। বিস্ফোরিত ককটেলে ২ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এক জনের নাম মো. শহীদ। তিনি কনেস্টবল। আহতদের পুলিশের গাড়িতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের সামনেই একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/এনআই/ডিসেম্বর ৩১,২০১৩)