সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের খাসাগ্রামের দুই বাড়িতে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে বাড়ি দুটিতে প্রবেশ করে বলে জানা যায়। পালিয়ে যাবার সময় টহল পুলিশ তিন ডাকাতকে আটক করে।

বিয়ানীবাজার থানার এসআই ও তদন্ত কর্মকর্তা ফজলুল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার জৈন্তাপুর উপজেলার বিরাখাই এলাকার শামীম আহমদ (২৮), বড়লেখা উপজেলার সাজু (২৬) ও বিয়ানীবাজার উপজেলার বেলাল আহমদকে (৩৫) ডাকাতির মালামালসহ আটক করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দ্য রিপোর্টকে জানান, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া আটক ডাকাতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী আবু বক্কর জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে খাসাগ্রামে বাড়ির প্রধান ফটকের তালা কেটে মুখোশ পরা ডাকাতরা প্রবেশ করে। এ সময় তারা পুলিশের লোক বলে পরিচয় দেয়। গৃহকর্তা এগিয়ে গেলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। ডাকাতরা আলমারির তালা ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী আবদুল মতলিবের বাড়িতে একইভাবে ডাকাতরা হানা দেয়। তারা আবদুল মতলিবের বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)