দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৯ ডিসেম্বর রবিবার পুলিশের ‘সহায়তায়’ বিএনপি-জামায়াত আইনজীবীদের উপর সরকার সমর্থকদের হামলায় দায়ীদের বিচার দাবি করে অনশনের কর্মসূচি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ২ জানুয়ারি বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সাধারণ সভা শেষে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী।

তিনি বলেন, আমাদের উপর পুলিশের সহায়তায় আক্রমণ চালানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সন্ত্রাসীদেরকে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে দিয়েছে। পুলিশ এখন সরকারি ক্যাডারবাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন মো. আলী।

সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। সে দিকে মনোযোগ না দিয়ে আমাদেরকেই দোষারোপের চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের পবিত্রতা ও আইনের শাসনের ব্যাপারে আমরা কোন ধরনের আপস করবো না। আমরা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবো।’

তিনি বলেন, ‘দাবি আদায়ে ২ জানুয়ারি সকাল ১০টায় দক্ষিণ হলে আমরা অনশন পালন করবো। দলমত নির্বিশেষে আপনারা এখানে আসবেন।’

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ৩১, ২০১৩)