দ্য রিপোর্ট ডেস্ক : প্রচণ্ড বাতাসের কারণে রানওয়ের বদলে হাইওয়েতে অবতরণ করল বিমান! ভারতের মধ্যপ্রদেশের বেতুলের একটি ব্যস্ত হাইওয়েতে মঙ্গলবার সকালে অবতরণ করে চার সিটের একটি ব্যক্তিগত বিমান। খবর এনটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

ব্যক্তিগত বিমানে চড়ে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন ব্যবসায়ী স্যাম ভার্মা। ফ্যাক্টরির রানওয়ের কাছে আসতেই শুরু হয় প্রচণ্ড বাতাস। এর ফলে বাধ্য হয়েই বেতুল-নাগপুর জাতীয় হাইওয়েতে বিমান অবতরণ করান বিমানচালক জ্যাকব।

চার লেনের ব্যস্ত হাইওয়েটিতে সকাল সাড়ে নয়টার দিকে বিমানটি অবতরণ করে। এ সময় সেখানে প্রায় আধঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ দ্রুত এগিয়ে এসে যানজট নিরসনে পদক্ষেপ নেয়।

ভার্মা জানান, তিনি বিমানটি অবতরণের আগে জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ৩১, ২০১৩)