মাদারীপুর সংবাদাদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে বোমা বিস্ফোরিত হয়ে তুহিন চৌকিদার (২৫) নামের এক যুবক মারা গেছেন। সে একই এলাকার সামু চৌকিদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দ্য রিপোর্টকে জানান, উপজেলার মাথাভাঙ্গা গ্রামে মঙ্গলবার বিকেলে তুহিন কোমরে বোমা রেখে চলাফেরার সময় বোমাটি বিস্ফোরিত হয়। আহতাবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ ও হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)