সাভার সংবাদদাতা : আশুলিয়ায় শিশু অপহরণের ঘটনায় জীবন (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে নওগাঁর বলিয়ার নরেশ মণ্ডলের ছেলে।

অপহৃত শিশুর নাম আফিফা সিদ্দিকা (৩)। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আফিফার বাবা নয়ন জানান, অপহরণকারী জীবন বেশ কিছুদিন আগে তার বাসায় ভাড়া থেকে পোশাক শ্রমিকের কাজ করত। দুই মাস আগে জীবন তার বাড়ি ছেড়ে চলে যায়।

তিনি আরো জানান, আফিফা বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল। বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে আফিফাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)