লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

লালমনিরহাট শহরের আলোরুপা সিনেমা হল মোড় থেকে মঙ্গলবার বিকেল ৪টায় আটকের এ ঘটনা ঘটে।

আটক বিএনপিকর্মীরা হলেন- সুজিত (২৬), ইসমাইল হোসেন (২৮) ও আবু সাঈদ(৪৮)।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলোরুপা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি সোহরাওয়ার্দী মাঠের কাছে গেলে পুলিশের ধাওয়ায় পুনরায় আলোরুপা মোড়ে আসে। এ সময় পুলিশ তিন বিএনপিকর্মীকে আটক করে।

(দ্য রিপোর্ট/টি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)