কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

১৮ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল ও অবরোধের কারণে তিনদফা পরীক্ষা স্থগিত করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ১৮ জানুয়ারি ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮০০ আসনের বিপরীতে ৩৬ হাজার ৩০৪ প্রতিযোগী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

ভর্তি কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার দ্য রিপোর্টকে জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে এ তারিখও পরিবর্তন করা হতে পারে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd -এ পাওয়া যাবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)