বরিশাল সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যাক্ত করায় বখাটে শাহীন সরদারকে (২২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন উপজেলার কাছেমাবাদ গ্রামের পুলিশ কনস্টেবল নুরুল হক সরদারের পুত্র।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দ্য রিপোর্টকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার দিয়াশুর গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে শাহীন উত্ত্যাক্ত করে আসছিল। এ বিষয়ে সোমবার বিকেলে স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সোমবার রাতে শাহীনকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত দণ্ডাদেশ দিলে মঙ্গলবার দুপুরে শাহীনকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)