সাভার সংবাদদাতা : আশুলিয়ায় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম তাইফুর ফকির (৫০)। সে গাজীরচট এলাকার মজর ফকিরের ছেলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম দ্য রিপোর্টকে মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আশুলিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তাইফুরের বাড়িতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)