কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও জাসদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ধরমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা আরমান হোসেনসহ উভয়পক্ষের ছয় নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।

ভেড়ামারা শহরের মধ্যবাজার এলাকায় জাসদ অফিসের কাছে মঙ্গলবার সন্ধ্যায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করে।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম দ্য রিপোর্টকে জানান, বিএনপি ও জাসদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির আট কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল শেষে বড়বাজার বকচত্বর এলাকায় সমাবেশ করে। সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে আসার সময় মধ্যবাজার এলাকায় অবস্থিত জাসদ অফিস অতিক্রমের সময় দুইদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে ধরমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা আরমান হোসেনসহ উভয়পক্ষের ছয়জন আহত হন। পরে পুলিশ এসে তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির আট কর্মীকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)