সিলেটে ১৮ দলের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ
সিলেট অফিস : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর ১৮ দলীয় জোট। এ ছাড়া নগরীর শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
নগরীর আদালত মোড়ে মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনী তফসিল স্থগিত ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।
অন্যদিকে, নগরীর শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব দ্য রিপোর্টকে জানান, শুনেছি শাহী ঈদগাহে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)