বুধবার জাপার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরের প্রথম দিন বুধবার জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি।
বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোভাযাত্রা, অফিসে আলোকসজ্জা, মিলাদ মাহফিল করার জন্য অনুরোধ জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদার।
জাপার কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গুলশানে ইমামুল কমিনিউটি সেন্টারে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন জিএম কাদের।
এছাড়া বিকাল ৪টায় পাইওনিয়র রোডস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত ১৯৮৬ সালের ১ জানুয়ারি বিভিন্ন দল ও ব্যক্তির সমন্বয়ে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে।
(দ্য রিপোর্ট/ সাআ/এপি/ডিসেম্বর ৩১, ২০১৩)