ফকিরহাটে এক সাংবাদিক আটক
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে শেখ জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আট করেছে পুলিশ।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, উপজেলার রেলক্রসিং রেনু মার্কেটের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার বয়াশিয়া গ্রামের আমীর আলীর ছেলে।
ওসি জানান, আটক জিয়া নিজেকে পূর্বাঞ্চলের ফকিরহাট সংবাদদাতা বলে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ ১১টি মামলা থানায় রয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/ডিসেম্বর ৩১, ২০১৩)