নাফ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৮
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে টেকনাফে ১৭ জন মিয়ানমার নাগরিকসহ নৌকাডুবির খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
ঘটনার পর কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৮ জন। মঙ্গলবার সকাল ৭টায় হ্নীলা চৌধুরীপাড়া ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করে টহলরত বিজিবি সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্ধার হওয়া নারীর মৃতদেহে একটি কালো বোরখা পরা ছিল। ধারণা করা হচ্ছে, নৌকায় যারা ছিলেন তারা সবাই মিয়ানমার নাগরিক। নিত্যদিনের মতো সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। কিন্তু মাঝপথে নৌকাটি দূর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর অনেকেই সাঁতার কেটে তীরে উঠলেও তিন শিশু, নারী এবং মাঝি-মাল্লাসহ ৯ জন নিখোঁজ ছিল। এদের মধ্য থেকে ফরিজা বেগম নামে এই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবুজাফর আল-জাহিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/এসএএম/এপি/ডিসেম্বর ৩১, ২০১৩)