দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক হানাহানি আর অস্থিরতা থেকে রেহাই মিলছে না ২০১৪ সালটিতেও। অস্থিতিশীল থাকবে অর্থনীতি। শারীরিক দিক থেকে বিপদে পড়তে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকবেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

সংখ্যাতত্ত্বের নিরিখে জ্যোতিষশাস্ত্রবিদরা এমনই আভাস দিলেন।

জ্যোতিষ রাম প্রসাদ জানান, নির্বাচন হলেও ভালো যাবে না গোটা বছরটা। বছরজুড়ে হানাহানি, রক্তারক্তি চলবে, যার প্রভাবে অস্থিতিশীল থাকবে অর্থনীতি।

‘শারীরিক দিক থেকে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা ঝুঁকিতে রয়েছেন। অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকবেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া’- জানান রাম প্রসাদ।

আরেক জ্যোতিষবিদ লিটন দেওয়ান চিশতী জানান, নানাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ২০১৪ সালটি। এ বছর অসম্ভব অনেক ঘটনাই ঘটবে, যা ঘটেনি আগে। নির্বাচন হবে, তবে চাপের মুখে থাকবে সরকার। ৭ সংখ্যার এ বছরে সব রাহুই সরকারের বিপরীতে অবস্থান করছে। তবে শনির রাহু সরকারের পক্ষে থাকার কারণে সব ঝড় থেকে বেরিয়ে আসা সম্ভব। মার্চ মাসের মধ্যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে। তবে তারা কিছু করতে পারবে না।

মৎস্য, কৃষি ও খেলাধুলায় সাফল্য আসবে। চাপের মুখে পড়বে শেয়ারবাজার ও গার্মেন্টস শিল্প।

(দ্য রিপোর্ট/আরএইচ/সা/এইচএসএম/শাহ/জানুয়ারি ০১, ২০১৪)