১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনী তফসিল স্থগিত ও সমঝোতার মাধ্যমে গঠিত নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি বুধবার ভোর থেকে শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বারিধারায় নিজ বাসায় সোমবার রাত ৮টা ২০ মিনিটে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এর আগে, পাঁচ দফা অবরোধ করেছে জোটটি। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা, চতুর্থ দফায় ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টা এবং সর্বশেষ ২১ ডিসেম্বর শনিবার থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত টানা ৮৩ ঘণ্টা অবরোধের ডাক দেয় ১৮ দল।
(দ্য রিপোর্ট/এমএইচ/এসএ/এমএআর/শাহ/জানুয়ারি ০১, ২০১৪)