দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন তার ফুফার ফাঁসি কার্যকর করার পর প্রথম জনসম্মুখে মুখ খুলেছেন।

নতুন বছর উপলক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ফাঁসি কার্যকর করার পর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মধ্যকার নোংরামি দূর হবে। এর ফলে দেশের ঐক্য একশ’ গুণ বাড়বে বলেও জানান তিনি।

কিম আরো বলেন, ‘দলের ঐক্য রক্ষায় সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফুফা চ্যাং সং-থায়েক দলের মধ্যেই নিজের ক্ষমতার দুর্গ গড়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন কিম।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিশ্বাসঘাতকতার অভিযোগে চ্যাং সং-থায়েকের ফাঁসি কার্যকর করা হয়।

এ ঘটনার পর দেশটিতে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

চ্যাং সং-থায়েক উত্তর কোরিয়ার প্রয়াত সর্বোচ্চ নেতা কিম জং-ইলের বোনকে বিয়ে করেছিলেন। ২০১১ সালে কিম জং-উন ক্ষমতায় আসার পর চ্যাংই তাকে পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ০১, ২০১৪)