নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুর, নলডাঙ্গা ও সদর উপজেলা এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।

মঙ্গলবার রাতে এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বুধবার সকালে থানায় সোপর্দ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন বলেন, ‘জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী মঙ্গলবার রাতব্যাপী অভিযান চালায়। অভিযানে জেলার লালপুর উপজেলায় ২ জন, নলডাঙ্গায় ১ জন ও নাটোর সদর উপজেলায় ৭ জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীকে আটক করে।’ হরতাল ও অবরোধের সময় তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/জানুয়ারি ০১, ২০১৪)