মেহেরপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর ডাকে মেহেরপুর জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

মেহেরপুরের হিজুলী গ্রামের জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল জব্বার যৌথবাহিনীর গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে জেলা জামায়াত এ হরতাল আহ্বান করে।

জেলায় হরতালের সমর্থনে সকাল ১০টা পর্যন্ত কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি। কোথাও কোনো পিকেটিং হয়নি।

অন্যদিকে ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে আজ। এ দুই কর্মসূচি মিলিয়ে মেহেরপুরে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন চলাচল করছে।

এদিকে হরতাল আহ্বানের পর থেকেই পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

মেহেরপুর পুলিশ সুপার নাহিদুল ইসলাম জানান, হরতালে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কাউকে আটক করা হয়নি।

(দ্য রিপোর্ট/এমআর/এআইএম/ এমডি/জানুয়ারি, ০১, ২০১৩)