কুষ্টিয়া সংবাদদাতা : ভেড়ামারার মধ্যবাজার এলাকায় বিএনপি ও জাসদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় ভেড়ামারা থানায় জাসদের পক্ষ থেকে অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম জানিয়েছেন, ভেড়ামারা উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদি হয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সাংগঠনকি সম্পাদক আনেয়ার উল আজিম বাবু, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের যুগ্ম-আহব্য়াক শামীম রেজাসহ ৬৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে এই মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভেড়ামারায় বিএনপি ও জাসদ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ধরমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা আরমান হোসেনসহ উভয়পক্ষের ৬ নেতা-কর্মী আহত হয়।

(দ্য রিপোর্ট/এফএপি/এমসি/জানুয়ারি ০১, ২০১৩)