দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশারফ বুধবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচারের মুখোমুখি হবেন। গত সপ্তাহে বোমা হামলার আশঙ্কায় এই মামলার শুনানি স্থগিত করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে মোশারফের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০১৩ সালের মার্চে স্বেচ্ছা নির্বাসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশে ফেরেন মোশারফ। দেশে ফেরার পর তার বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা করা হয়।

তবে এ সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিযোগ করেছেন মোশারফ ও তার সমর্থকরা।

এর আগে গত রবিবার মোশারফ তার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার মামলার নিন্দা জানিয়ে বলেন, এ ব্যাপারে সেনাবাহিনী তার সঙ্গে আছে।

তবে এ ব্যাপারে সেনাবাহিনী এখনো মুখ খোলেনি। তবে পর্যবেক্ষকরা জানিয়েছেন, সেনাবাহিনীর সাবেক প্রধানের বেসামরিক আদালতে বিচারের বিষয়টিতে অনিচ্ছুক সেনাবাহিনী। (সূত্র : এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ০১, ২০১৪)