বগুড়া সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বগুড়া জেলা ১৮ দল ৩৬ ঘণ্টা হারতালের ডাক দেয়।

হরতালের প্রথম দিন বুধবার বগুড়া থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। শহরের মধ্যে অটোরিকশা ও ভ্যান চলাচল করছে। কিছু কিছু দোকানপাট খোলা আছে। তবে কোথাও হরতালের সমর্থনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহরের নবাববাড়ি রোডে মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ১৮ দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক (পিপিএম) বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি র‌্যাব-পুলিশ মোতায়েন আছে।’

(দ্য রিপোর্ট/এএইচ/এমসি/শাহ/জানুয়ারি ০১, ২০১৪)