বরিশালে চলছে নিরুত্তাপ অবরোধ
বরিশাল সংবাদদাতা :দূরপাল্লার বাস চলাচল ছাড়া ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন বুধবার বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীতে যান চলাচল করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ অফিস-আদালতের কার্যক্রম চলছে। দোকাটপাট খুলেছে।
বিএনপির প্রথম সারির নেতারা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির জন্য ঢাকায় অবস্থান করায় ও গ্রেফতার আতঙ্কে মাঠে নেই কর্মীরা এমনটাই জানিয়েছেন দলটির একাধিক নেতা।
সকাল থেকে অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং হয়নি। বের হয়নি কোনো মিছিল।
বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, দূরপাল্লার রুটের বাস মালিকরা ঢাকায় অবস্থান করেন। তারা চান না রাস্তায় বাস নামিয়ে হামলার কবলে পড়ুক।
জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার আতঙ্কে মাঠে নামতে পারছেন না তারা। মঙ্গলবার ২৮নং ওয়ার্ড থেকে বিএনপির ৬জনকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় ৪০০ পুলিশের পাশাপাশি এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও র্যাবের টহলদল রয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)