যশোরে পুলিশের অভিযানে আটক ২৬
যশোর সংবাদদাতা : যশোরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীসহ ২৬ জনকে আটক করেছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
যশোর পুলিশের মুখপত্র এএসপি (সদর) রেশমা শারমিন জানিয়েছেন, আটকদের মধ্যে বিএনপির ৯জন জামায়াত শিবিরের ২জন কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতায় অংশ নিতে পারেন এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/জেএম/এফএস/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)