সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পালিত হচ্ছে। তবে বুধবার সকাল থেকে অবরোধ সমর্থকদের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে, অবরোধের কারণে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)