সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৬ জন আটক
সাতক্ষীরা সংবাদদতা : সাতক্ষীরায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, তালা উপজেলার মহান্দি গ্রামের জামায়াতকর্মী মীর আইয়ুব আলী (৫০), দেবহাটা উপজেলার সখিপুরের জামায়াতকর্মী সাইফুল ইসলাম (২৭), তৈলকুপি গ্রামের বিএনপি কর্মী লাকি গাজী (৩৭), খলিষখালীর বিএনপি কর্মী নুর আলী মোড়ল (৪৫), কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিএনপি কর্মী আজগর দফাদার (৩৫) ও শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি গ্রামের বিএনপি কর্মী লিটন তরফদার (৩৫)।
সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গাছ কাটা, ভাঙচুরসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)