তাড়াশে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকানের প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় সিরাজগঞ্জ ও উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ১০টি দোকানে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী খবর দিলে, সিরাজগঞ্জ ও উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রায় এক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
(দ্য রিপোর্ট/আরকে/এআইএম/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)