চাঁদপুর সংবাদ : বিএনপি-জামায়াতের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত চাঁদপুর শহরের বাবুর হাট, মতলব দক্ষিণ থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চাঁদপুর সদর বিএনপির ২ জন ও মতলব দক্ষিণ পৌর জামায়াতের আমির গোলাম মাওলা রয়েছেন।

এদিকে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। লঞ্চ ও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। সকাল ১০টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/এমবি/এমসি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)