ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা) আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ নবী নেওয়াজের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল ও পোস্টার পুড়ে গেছে।

বুধবার ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডের সিরাজুল ইসলাম সড়কের ওই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম সরোয়ার জানান, বুধবার দুপুরে বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিল নিয়ে যাওযার সময় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, ১৮ দলের কোনো সমর্থক আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দেয়নি। আওয়ামী লীগ নেতা-কর্মীরা নিজেরাই আগুন দিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে।

কোটচাঁদপুর থানার ওসি শাহাজান খান আগুনের সত্যতা শিকার করে বলেন, অসাবধানতাবশত আগুন ধরে গেছে। এটা কোনো নাশকতা নয়।

(দ্য রিপোর্ট/টিএম/এআইএম/ এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)