বছরের শেষ কার্যদিবসে ফেসবুকের লেনদেন বেড়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: বছরের শেষ কার্যদিবসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের শেয়ার লেনদেন বেড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলারস কোটেশন (নাসডাক) স্টক এক্সচেঞ্জে লেনদেন তালিকার শীর্ষে ছিল ফেসবুক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিন ফেসবুকের ৪ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে ছিল সিরিয়াস এক্সএম হোল্ডিংস। মঙ্গলবার এ কোম্পানির মোট ৪ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে।
বছরের শেষ কার্যদিবস ফেসবুকের শেয়ার দর বেড়েছে ০.৯৩৯ ইউএস ডলার বা ১.৭৫ শতাংশ। এ দিন শেয়ারটি সর্বোচ্চ ৫৪.৮৬ ডলারে লেনদেন হয়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মঙ্গলবার ফেসবুকের শেয়ার সর্বনিম্ন ৫৩.৯১ ডলারে লেনদেন হয় এবং সর্বশেষ দর স্থির হয় ৫৪.৬৬ ডলারে। তবে বছরের আসকিং রেট বা শেয়ার দরের চাহিদা ছিল ৬০ ডলার।
ফেসবুকের বর্তমান বাজার মূলধন ১৩ হাজার ৪৩৩ কোটি ৩০ হাজার ৬৮৪ ডলার। বর্তমানের এ শেয়ারের মূল্য আয় অনুপাত ১৩০.১২ এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৪২ ডলার।
উল্লেখ্য, ১৮ মে, ২০১২ তারিখে ফেসবুক নাসডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
(দ্য রিপোর্ট/এইচকে/শাহ/জানুয়ারি ১, ২০১৪)