মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় বুধবার যৌথবাহিনী অভিযান চালিয়ে এক শিবিরকর্মীকে আটক করেছে।

বড়লেখা থানা সূত্রে জানা গেছে, বিজিবি ও র‌্যাবের একটি দল ভোরে উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে ছাত্রশিবিরকর্মী সুলতান আহমদকে (২০) আটক করেছে। সুলতান কাঁঠালতলী এলাকার সিরাজ মিয়ার ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএফ/এআইএম/শাহ/জানুয়ারি ০১, ২০১৪)