দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব রাসায়িক অস্ত্র ধ্বংসে ব্যর্থ হয়েছে সিরিয়া। এ জন্য সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে অপেক্ষমান জাহাজগুলো সাইপ্রাসের বন্দরে ফিরে গেছে।

মঙ্গলবারের মধ্যেই সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কথা থাকলেও দেশটির প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি জানান, নিরাপত্তার ঝুঁকি ও আমলাতান্ত্রিক কারণে রাসায়নিক অস্ত্রগুলো সিরিয়ার বন্দর থেকে লাতাকিয়া যেতে দেরি হচ্ছে।

এ সব অস্ত্র জাহাজে করে নিয়ে সমুদ্রে ধ্বংস করার কথা ছিল।

এদিকে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়েছেন। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ০১, ২০১৩)