আসছে কুকুরের ভাষা শেখার অভিধান
দ্য রিপোর্ট ডেস্ক : ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি ভাষার অর্থ জানার অভিধান তো বাজারে পাওয়াই যায়। এবার বাজারে পাওয়া যাবে কুকুরের ভাষা বোঝার জন্য অভিধান।
ওই অভিধানে কুকুরের ভাষার ইংরেজি অর্থ দেওয়া থাকবে। সুইডেন ও ফিনল্যান্ডের বিজ্ঞানীরা এ ধরনের অভিধান তৈরির শেষ পর্যায়ে চলে এসেছেন বলে দাবি করেছেন।
দ্য নরডিক সোসাইটি ফর ইনভেনশন জানায়, তারা কুকুরের ডাক বিশ্লেষণ করে কুকুরের ভাষার অর্থ বের করছেন। চলতি বছরের এপ্রিলেই এই অনুবাদ যন্ত্র বাজারে ছাড়া হবে বলে আশা করছেন তারা।
বিজ্ঞানীদের দাবি, ‘আমি ক্লান্ত’, ‘আমি উত্তেজিত’ ও ‘আপনি কে’ এ ধরনের কথা ওই যন্ত্র অনুবাদ করতে পারবে।
কুকুরের আচরণ বিশেষজ্ঞ নিকি ব্রাউন এই আবিষ্কারকে স্বাগত জানিয়েছেন। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৩)