চট্টগ্রামে সড়ক দুঘর্টনায় নির্বাচনী কর্মকর্তাসহ আহত ১০
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশবাহী একটি জিপ খাদে পড়ে যায়। এতে নাইক্ষ্যংছড়ি নির্বাচনী কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা রিয়াজুর রহমানের নেতৃত্বে পুলিশ নির্বাচনী সরঞ্জাম আনার জন্য বান্দরবান যাচ্ছিলেন। এ সময়
লোহাগাড়ার চুনতীতে এলে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নির্বাচনী কর্মকর্তাসহ ১০ জন আহত হয়।
আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/ এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)