দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেছেন কোরে অ্যান্ডারসন। সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন সতীর্থ জেসি রাইডার। তাদের দুর্দান্ত পারফর্মে বৃষ্টিস্নাত ম্যাচে জয়ের উৎসব করেছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে ১৫৯ রানের বিশাল ব্যবধানে।

১৮ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৩৭ বলে সেঞ্চুরি (১০০) করে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১২টি ছয় ও ৪টি চার দিয়ে নিজের ইনংস সাজিয়ে ছিলেন এই অলরাউন্ডার। ১৯৯৬ সালে গড়া ১৬ বছর বয়সী আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন কোরে অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ১০০ রান করে আফ্রিদিকে টপকে গেছেন অ্যান্ডারসন। ১৪টি ছয় ও ৬টি চারের মার ছিল তার ইনিংস। এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ডও গড়েছেন তিনি। তার আগে রয়েছেন রোহিত শর্মা (১৬ ছয়) ও শেন ওয়াটসন (১৫ ছয়)।

রেকর্ড গড়ার পরও ১৩১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। মাত্র ৪৭ বল খেলেই এই রান করেছেন তিনি। হোল্ডারের বলে আউট হওয়ার আগে ১০৪ রান করেছেন জেসি রাইডার। শেষ পর্যন্ত নির্ধারিত ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে নিউজিল্যান্ড।

জবাবে খেলতে নেমে বেশি দূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বেঁধে দেওয়া ওভারে (২১ ওভার) ৫ উইকেট হারিয়ে ১২৪ রানেই শেষ হয়েছে ব্রাভোদের ইনিংস। অপরাজিত ৫৬ রান করেছেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২৮৩/৪; ওভার ২১ (অ্যান্ডারসন ১৩১*, রাইডার ১০৪, ম্যাককুলাম ৩৩; হোল্ডার ২/৪৮)

ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৫; ওভার ২১ (ব্রাভো ৫৬*, দেওনারিন ২৯; ম্যাকক্লেনাগান ২/৭)

ফল: নিউজিল্যান্ড ১৫৯ রানে জয়ী

ম্যাচ সেরা: কোরে অ্যান্ডারসন

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ০১, ২০১৪)