রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ডাকাতি
রংপুর সংবাদদাতা : রংপুরে আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয় দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবু তালহা বাবলুর বাড়িতে ডাকাতি হয়েছে। মহানগরীর দেওডোবা হাজিপাড়া এলাকায় বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতরা এ সময় নগদ দুই লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল, ব্যাংকের চেক ও জেলা রেজিস্ট্রি অফিসের মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। ডাকাত দলের দায়ের কোপে আহত হন বাবলু ও তার স্ত্রী সেলি বেগম।
সেলি জানান, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত বাসায় প্রবেশ করে। ডাকাতির সময় চিৎকার করলে আমার মাথায় আঘাত করে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় তারা।
রংপুর সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, বিষয়টি তার জানা নেই।
(দ্য রিপোর্ট/আরআই/এফএস/এসএ/জানুয়ারি ১, ২০১৪)