দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরে দেশের উভয় পুঁজিবাজারে শুভ সূচনা হয়েছে। বুধবার দিনের কোনো ভাগে বাজার নিম্নমুখী হয়নি। তবে দিনের শুরুতে সূচকে যে ঊর্ধ্বগতি ছিল শেষ ভাগে তা কিছুটা শ্লথ হয়ে যায়। অধিকাংশ শেয়ারের দর বাড়ার পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৮৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। দিনভর এ কোম্পানির ৩২ লাখ ৩৮ হাজার ৫০০টি শেয়ার ২২ কোটি ৫৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৬৬ পয়েন্টে অবস্থান করে। এ দিন লেনদেন হয় ৩৮১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বুধবার দিন শেষে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ২ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/আরকে/জানুয়ারি ১, ২০১৪)