একদিনের ব্যবধানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিগুণ লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক : একদিনের ব্যবধানে বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিগুণ লেনদেন হয়েছে। সোমবার ডিএসইর লেনদেনে এ খাতের অবদান ৪.৯১ শতাংশ হলেও বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৫৮ শতাংশে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ খাতের ১৫টি কোম্পানির মধ্যে বুধবার ৯টির দর বেড়েছে, ৩টির দর কমেছে, ২টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
সবচেয়ে বেশি দর বেড়েছে পদ্মা অয়েলের। বুধবার ডিএসইতে এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ২২ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর বেড়েছে ১৪ টাকা বা ৬.৬৪ শতাংশ, যমুনা অয়েলের শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৪.৬৯ শতাংশ।
সবচেয়ে বেশি দর কমেছে লিনডে বিডির। বুধবার এ শেয়ারের দর কমেছে ১০.৩ টাকা বা ১.৬৪ শতাংশ।
(দ্য রিপোর্ট/এইচকে/এনআই/জানুয়ারি ১, ২০১৪)