ঝিনাইদহে ৩ জামায়াত-শিবির কর্মী আটক
ঝিনাইদহ সংবাদদাতা : জেলার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন- খায়রুল ইসলাম, আক্তার হোসেন ও জয়নাল হোসেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
(দ্য রিপোর্ট/আরএইচ/এসবি/সা/জানুয়ারি ০১, ২০১৪)